জাতীয় ঐক্যফ্রন্টের লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ওপর হামলা হয়েছে। এ সময় এ্যানীকে রক্ষায় এগিয়ে এসে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন যুবদল, ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী।

সোমবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় নির্বাচনী গনসংযোগকালে এ হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, এ্যানী মিছিল নিয়ে প্রচার চালানোর সময় তার ওপর ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালায়। তারা ইট-পাটকেল ছুড়ে তাকে আহত করে। এসময় সঙ্গে থাকা কর্মী সমর্থকরা তাকে রক্ষার্থে এগিয়ে আসে।

তারাও হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালায়। এতে দুপক্ষের প্রায় ২৫ জন আহত হন।

হামলায় এ্যানী হাতে চোট পেয়েছেন। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, এ্যানীসহ আহতদের চিকিৎসা চলছে। এ্যানীকে এক্সরেসহ কয়েকটি পরীক্ষা দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৪, ২০১৮)