সাতক্ষীরায় আ.লীগের কার্যালয় ভাংচুর
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনে পাটকেলাঘাটা ওভার ব্রিজের পাশে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নির্বাচনী কার্যালয় থেকে নেতাকর্মীরা চলে গেলে কে বা কারা এসে একাধিক বোমা বিস্ফোরণ করে নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে চলে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান শুরু হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৫, ২০১৮)