দ্য রিপোর্ট প্রতিবেদক: মেক্সিকোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির মধ্য পুয়েব্লা অঙ্গরাজ্যের নতুন গভর্নর মার্থা এরিকা অ্যালোনসোসহ ৫ জন নিহত হয়েছেন।

নিহত অন্যরা হলেন- মার্থার স্বামী সিনেটর রাফায়েল মরেনো ভ্যাল, হেলিকপ্টারের দুই পাইলট এবং তৃতীয় এক ব্যক্তি।

সোমবার অঙ্গরাজ্যটির রাজধানী পুয়েব্লা থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই এ দুর্ঘটনাটি ঘটেছে। মার্থা মাত্র কয়েকদিন আগে গভর্নর পদে শপথ নিয়েছিলেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর রাজ্যটির প্রথম নারী গভর্নর নির্বাচিত হন মার্থা এরিকা অ্যালোনসো। ৪৫ বছর বয়সী এই নারী দেশটির মধ্যডানপন্থী প্যান পার্টির সদস্য ছিলেন।

মার্থা ও তার স্বামীর মৃত্যুর বিষয়টি মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট অ্যান্ড্রোস ম্যানুয়েল লোপেজ ওবরাডোর নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়ে তিনি বলেন, এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে। সূত্র: বিবিসি

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৫, ২০১৮)