সিইসির সঙ্গে মতবিরোধে ঐক্যফ্রন্টের সভা বর্জন
দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনারের আচরণে অসন্তুষ্ট হয়ে নির্বাচন কমিশনের সঙ্গে নির্ধারিত বৈঠক শেষ না করে বের হয়ে এসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতারা সিইসি কে এম নূরুল হুদাসহ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন। এরপর ঘণ্টা দেড়েকের মধ্যে তারা বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন। বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, ‘ফাঁকা মাঠে গোল দিতে দেবো না।’
ফখরুল বলেন, ‘সারাদেশে যেভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, তাতে সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ পোষণ করছে বিএনপি।
কমিশনের সঙ্গে সভা বয়কটের বিষয়ে তিনি বলেন, ‘সিইসির আচরণে অসন্তুষ্ট হয়ে সভা বয়কট করেছি।’ জানা গেছে, বৈঠকে উভয় পক্ষে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৫, ২০১৮)