শেখ রাসেলকে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
দ্য রিপোর্ট প্রতিবেদক: বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলের শীর্ষ পর্যায়ে উঠে প্রথম মৌসুমেই শিরোপার স্বাদ পেলো। অতিরিক্ত সময়ের গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন হয়েছে নবাগত দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে ২-১ গোলে জিতে বসুন্ধরা কিংস।
মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী লিমিটেডের হেরেছিল বসুন্ধরা।
ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারত প্রতিযোগিতার ২০১৩ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল। আরিফুল ইসলামের ক্রসে কাছের পোস্ট দিয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইনের লক্ষ্যভেদের প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
সপ্তদশ মিনিটে মার্কোস দি সিলভার দারুণ গোলে এগিয়ে যায় বসুন্ধরা। প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে জাল খুঁজে নেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
আলিশেরের হেডে ওডোইন পাঁ ছোয়াতে ব্যর্থ হওয়ার পর ২৯তম মিনিটে সমতায় ফেরার আরেকটি ভালো সুযোগ নষ্ট হয় শেখ রাসেলের। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রাফায়েলের শট ঝাঁপিয়ে পড়ে ফেরান জিকো।
একের পর এক আক্রমণ করতে থাকা শেখ রাসেল সমতায় ফেরে বিরতির আগে। ৪৩তম মিনিটে ইয়ামিন আহমেদের শট ফেরানো জিকো যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে ওডোইনের নেওয়া জোরালো শট আটকাতে পারেননি। দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ায়।
৬৭তম মিনিটে তালগোল পাকিয়ে শেখ রাসেলকে এগিয়ে নেওয়ার সুযোগ নষ্ট করেন ওডোইন। নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের দেরিতে নেওয়া শট আটকান ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধূরী।
৭৬তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেক্স রাফায়েল দি সিলভার ক্রস জিকোর হাত ছুঁয়ে বেরিয়ে যাওয়ার পর দূরের পোস্টে থাকা ওডোইন টোকা দিতে ব্যর্থ হন।
নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথম অর্ধের পঞ্চম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ডি-বক্সের ভেতর থেকে দেখে শুনে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বদলি ফরোয়ার্ড মতিন মিয়া।
১০৪তম মিনিটে বসুন্ধরার দুটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ব্যবধান বাড়েনি। সতীর্থের বাড়ানো বলে মার্কোস দি সিলভার ভলি এক ডিফেন্ডার ফেরানোর পর কোস্টা রিকার ফরোয়ার্ড দেনিয়েল কলিনদ্রেস সোলেরার ফিরতি শট ঝাঁপিয়ে পড়ে আটকান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধের সপ্তম মিনিটে শেখ রাসেলের আলেক্স রাফায়েল দি সিলভার ফ্রি কিক অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।
বাকিটা সময় জাল অক্ষত রেখে নিজেদের প্রথম শিরোপা জয়ের উৎসবে মেতে ওঠে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের সেরা হয়ে এ মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে আসা বসুন্ধরা কিংস।
(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৬, ২০১৮)