সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় নৌকাডুবিতে এক যুবক নিখোঁজ হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকার কারণেই ছোট নৌকাটি সুরমা নদীতে ডুবে যায়।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, বুধবার (২৬ ডিসেম্বর) রাতে সদর ইউনিয়নের নৈনগাও গ্রামের সুরিন্দ্র দাসের ছেলে সুজিত দাসসহ (২৫) ৫ জন পার্শ্ববর্তী গুরেশপুর গ্রামে কীর্তন দেখতে যাচ্ছিল। ছোট নৌকায় চড়ে সুরমা নদী পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার চারজন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও সুজিত দাসের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাস জানান, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকাতেই ছোট নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ২৭,২০১৮)