ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন বিকেল ৫টায়
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় ঐক্যফ্রন্টের নীতিনির্ধারণী স্টিয়ারিং কমিটির এক বৈঠক আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল তিনটায় পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বিকেল পাঁচটায় সংবাদ সম্মেলন করবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এই জোটের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেন।
ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, আজকের (বৃহস্পতিবার) বৈঠকে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। এ কারণে বৈঠকে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আসম আব্দুর রবসহ ফ্রন্টের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার সম্ভবনা বেশি। তবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়ায় থাকায় বৈঠকে থাকবেন না।
জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এর পরিপেক্ষিতে আমাদের করণীয় কী, সেই বিষয়েও আলোচনা হবে।’
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বৈঠকে ড. কামাল হোসেনের থাকার সম্ভবনা রয়েছে। মির্জা ফখরুলও উপস্থিত থাকবেন।’
গণফোরামের সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন সারাদেশের নির্বাচনি পরিবেশ, প্রার্থীদের ওপর হামলার চিত্র, তার নিজের নিরাপত্তার বিষয়ে কথা বলতে পারেন। এছাড়া, প্রধানমন্ত্রী সারা দেশে জনসভা করলেও ঐক্যফ্রন্টকে ২৭ ডিসেম্বর সোহরাওয়ার্দীতে জনসভা করার অনুমতি না দেওয়ার বিষয়েও কথা বলতে পারেন তিনি।
(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৭, ২০১৮)