দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সিঙ্গাপুর থেকে ফেরার পর বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় নিজের বাসভবনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

এই আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক নির্বাচন করছেন। তাকে সমর্থন দিয়ে এরশাদ সরে দাঁড়ালেন।

এইচ এম এরশাদ বলেন, মহাজোটের সিদ্ধান্তই মানবে জাতীয় পার্টি এবং তিনি নিজেও ঢাকা-১৭ আসনে ভোট করা থেকে সরে দাঁড়াচ্ছেন। জাতীয় পার্টির সব প্রার্থীকে মহাজোটের সিদ্ধান্ত মেনে নেওয়ার নির্দেশ দেন তিনি।

এরশাদ বলেন, মহাজোটকে সমর্থন করবে জাতীয় পার্টি। মহাজোট যে সিদ্ধান্ত নেবে প্রার্থীদের তা মেনে নিতে হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের জেলা রংপুর-৩ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসনেও প্রার্থী হন এরশাদ। রংপুর-৩ মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও ঢাকা-১৭ আসনে এরশাদের বিপরীতে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বুধবার রাত ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরেন। গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৭, ২০১৮)