কোনো আসন প্রার্থীশূন্য থাকবে না: ফখরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় নির্বাচনে আদালতের নির্দেশে ঐক্যফ্রন্ট তথা বিএনপির ১৬-১৮টি আসন প্রার্থী শূন্য হয়ে গেলে বিচলিত হয়ে পড়েছিলো বিএনপি। তবে এখন দলটি বলছে, সেসব আসন শূন্য থাকবে না। কোনো আসনই ফাঁকা থাকবে না। কোনো না কোনো প্রার্থীকে সমর্থন দেয়া হবে।
যেসব আসনে বিএনপির প্রার্থীশূন্য হয়ে পড়েছে সে আসনগুলো নিয়ে ঐক্যফ্রন্ট ও বিএনপির কৌশল কী জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো ফাঁকা থাকবে না। সব আসনে আমরা জোটের বিভিন্ন দলীয় প্রার্থীদের সমর্থন দিচ্ছি।
ফখরুল আরো বলেন, বিএনপি, ২০ দল ও ঐক্যফ্রন্ট কিংবা স্বতন্ত্র বাম আদর্শের যারা প্রার্থী যারা আছেন তাদেরকে সমর্থন জানাচ্ছি। কাজেই কোনো আসন শূন্য থাকছে না। এসময় মির্জা ফখরুলকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।
এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে ১৬-১৭টি আসনে বিএনপির প্রার্থীশূন্য করে সরকারকে উপহার দেয়া হয়েছে।
নজরুল ইসলাম খান বলেন, ১৬-১৭টি আসন আমাদের প্রার্থীবিহীন করা হলো। এর মাধ্যমে এই আসনগুলো সরকারকে উপহার দিলো সংশ্লিষ্টরা। আজকেও ৩ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধা-৪ আসন ও নাটোর-৪ এর প্রার্থিতা স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। নরসিংদী ৩ আসনের মনজুর এলাহির প্রার্থিতাও স্থগিত করেছে।
এছাড়া আরো যেসব আসনে ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থীশূন্য সেগুলো হলো- ঢাকা-১, জয়পুরহাট-১, নাটোর-১, রাজশাহী-৬, ঝিনাইদহ-২, বগুড়া-৩, ঢাকা-২০, ব্রাহ্মণবাড়িয়া-৪, রাজশাহী-৫, নওগাঁও-১, বগুড়া-৭, চাঁদপুর-৪, জামালপুর-১, দিনাজপুর-৩, ইত্যাদি আসন।
তবে বিএনপির বিভিন্ন সূত্রে জানা যায় আসনগুলোতে ঐক্যফ্রন্ট ও বিএনপি ইতোমধ্যে অনেককে সমর্থন দিয়েছে।
যেমন ঢাকা-১ স্বতন্ত্র প্রার্থী (এমপি) অ্যাডভোকেট সালমা ইসলামকে, সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি জটিলতায় সর্বোচ্চ আদালতে গিয়েও তার প্রার্থিতা স্থগিত হয়। সেখানে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে মো. মুকাব্বির খানকে সমর্থন দিয়েছে বিএনপি, মানিকগঞ্জ-৩ আসনে ঋণখেলাপির কারণে আফরোজা খান রীতার মনোনয়ন স্থগিত হয়েছে। সেখানে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামালকে সমর্থন দিচ্ছে,
জয়পুরহাট ১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলেয়া বেগমকে সর্মথন জানিয়েছে বিএনপি, নাটোর-১ আসনে আইনি জটিলতায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মনজুরুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়। সেখানে বিএনপির শিরিন আক্তার ধানের শীষ প্রতীকে লড়বেন, রাজশাহী-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন আবু সাইদ চাঁদ। উপজেলা চেয়ারম্যান জটিলতায় সর্বোচ্চ আদালতে তার প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনে বিএনপি প্রার্থীশূণ্য হয়ে পড়ে। ওই আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দল বা স্বতন্ত্র কোনো প্রার্থীও নেই। তাই ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন বা ইসলামী আন্দোলনের ‘হাতপাখা’ প্রতীকের প্রাথী বাবুল ইসলাম যে কাউকে দেবে বিএনপি, ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন আবদুল মজিদ। কিন্তু উপজেলা চেয়ারম্যান হওয়ায় শেষ পর্যন্ত তার প্রার্থিতা বাতিল হয়। ওই আসনে বিএনপি, ২০ দল বা ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী নেই। সেখানে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আসাদুল ইসলাম, ইসলামী আন্দোলনের মাওলানা ফখরুল ইসলাম ও জাকের পার্টির আবু তালেব সেলিম প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এর মধ্যে বাসদের প্রার্থী আসাদুল ইসলামকে বিএনপি জোট সমর্থন দিতে পারে, বগুড়া-৩ আসনে ধানের শীষের আবদুল মহিত তালুকদারের জায়গায় স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন (আপেল) এবং আবদুল মজিদের (ডাব) মধ্যে কোনো একজনকে সমর্থন দেয়ার কথা বিএনপির, ঢাকা-২০ আসনে ধানের শীষের তমিজউদ্দিনের জায়গায় বিকল্প কোনো প্রার্থী নেই। এই আসনটিতে আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডির এম এ মান্নান তারা প্রতীকে নির্বাচন করছেন। তাকেই সমর্থন দেবে ঐক্যফ্রন্ট, রাজশাহী-৫ আসনে নাদিম মোস্তফার পরিবর্তে, বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলকে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হয়েছে, নওগাঁ-১আসনে সালেক চৌধুরীর পরিবর্তে বিএনপির আরেক প্রার্থী মোস্তাফিজুর রহমানের হাতেই শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীক থাকছে। আইনি জটিলতায় মানিকগঞ্জ-১ আসনে এস এ কবীর জিন্নাহর পরিবর্তে খোন্দকার আবদুল হামিদ ডাবলু ধানের শীষ প্রতীকে লড়বেন,
এছাড়াও, চাঁদপুর-৪ আসনে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসুও বৈধপ্রার্থী হিসেবে রয়েছেন, বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মোর্শেদ মিল্টন। সেখানে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী নেই। ওই আসনে বৈধ প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ফজলুল হক ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মোনতেজার রহমান। বিএনপি এই দুইজন থেকে একজনকে বেছে নিতে পারে, জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন রশিদুজ্জামান মিল্লাত। তার প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় ওই আসনে উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের ইঞ্জিনিয়ার সিরাজুল হককে বিএনপি সমর্থন দেওয়ার চিন্তা করছে এভাবে প্রায় প্রত্যেকটি আসনে বিএনপি কোনো না কোনো প্রার্থীকে সমর্থন দিয়ে দেবে।
তবে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেছেন ভিন্ন কথা। প্রার্থিতা স্থগিত হওয়া আসনগুলোর কিছুতে প্রার্থী দেওয়া গেলেও শেষ পর্যন্ত কয়েকটি আসন প্রার্থী শূন্যও থাকতে পারে।
(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ২৭,২০১৮)