মাশরাফির নিরাপত্তায় থাকা পুলিশ কর্মকর্তার মৃত্যু
নড়াইল প্রতিনিধি: নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার নিরাপত্তাবহরে থাকা এক পুলিশ কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পুলিশ কর্মকর্তার নাম মো. মনিরুজ্জামান মিন্টু (৪০)। তিনি গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে লোহাগড়া উপজেলার দেবীগ্রামে বুকে ব্যথা অনুভব করছিলেন কর্তব্যরত মনিরুজ্জামান। পরে অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মনিরুজ্জামান যশোরের বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের ছেলে।
মনিরুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. শরফুদ্দিন জানান, বৃহস্পতিবার বাদ এশা নামাজের পর নড়াইল পুলিশ লাইনে জানাজা শেষে মনিরুজ্জামানের লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৮, ২০১৮)