দ্য রিপোর্ট ডেস্ক : মিশরের গিজা পিরামিডের কাছে বোমা বিস্ফোরিত হয়ে একটি পর্যটকবাহী বাসের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

নিহতদের মধ্যে তিনজন ভিয়েতনামি পর্যটক ও একজন স্থানীয় পর্যটক গাইড রয়েছেন। এছাড়া বাসটিতে ১৪ ভিয়েতনামি পর্যটক ছিলো বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মিশরের গিজা হারাম এলাকার মেরিওটিয়া সড়কে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, রাস্তার পাশে একটি দেয়ালের আড়ালে বোমটি লুকানো ছিল। পর্যটকবাহী বাসটি ওই দেয়ালের পাশ দিয়ে অতিক্রম করার সময় বোমটি বিস্ফোরিত হয়। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

মিশরে দীর্ঘদিন ধরে জঙ্গিরা সক্রিয়। ২০১৭ সালে দেশে দু’টি গির্জায় তারা বিস্ফোরণ ঘটায়। তার পরে দেশে জরুরি অবস্থা জারি করেন দেশটি প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। গত অক্টোবরে জরুরি অবস্থার মেয়াদ তিন মাস বাড়ানো হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৯, ২০১৮)