দ্য রিপোর্ট ডেস্ক : এশিয়া দেশ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

শনিবার (২৯ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ২ মাত্রায় এ ভূমিকম্প আঘাত হানে।

এর ফলে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় সনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিসের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা ব্যবস্থা।

সংস্থাটি বলছে, ভূমিকম্পের ৩০০ কিলোমিটারের মধ্যে ফিলিপাইনের সঙ্গে ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলও রয়েছে। যেখানে সুনামি আঘাত হানতে পারে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৯, ২০১৮)