দ্য রিপোর্ট প্রতিবেদক : কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মেঘনা পেট্রোলিয়ামের আওতাধীন রাজধানীর পেট্রল পাম্পগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

পেট্রল পাম্পগুলোর প্রবেশ পথে টানিয়ে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ৩০ ডিসেম্বর ভোট শেষ না হওয়া পর্যন্ত তেলের পাম্প বন্ধ থাকবে।

রাজধানীর তেল ও সিএনজি পাম্পগুলো কোনো ঘোষণা ছাড়া বন্ধের খবর পেয়েছেন সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর।

তিনি বলেন, সিএনজি পাম্প স্টেশনগুলো বন্ধের খবর বিভিন্নভাবে জানতে পেরেছেন। অনেকে তাদের কাছে জানতে চেয়েছেন-তারা সিএনজি নিতে পারবেন কিনা। তবে সরকারের কোনো সংস্থা এ ধরনের নির্দেশনা দেয়নি।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৯, ২০১৮)