যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

দ্য রিপোর্ট ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।
শুক্রবার (২৮ ডিসেম্বর) চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে পরিবারসহ গেছেন বলিউডের এই ‘ডিস্কো ড্যান্সার’।
বহুদিন ধরে পিঠের ব্যথায় ভুগছেন এই বলি ও টলি অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজে প্রকাশ-বেশ কয়েক বছর ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন তিনি। তবে কত কয়েক দিন ধরে ব্যথা সহ্যসীমা ছাড়িয়ে গেলে চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্র নিয়ে গেল চক্রবর্তী পরিবার।
২০০৯ সালে তামিলনাড়ুর উটিতে চিকিৎসা নিয়েছিলেন মিঠুন।
এর পর ২০১৬ সালে একই কারণে আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
প্রায় দুবছর পর আবারও অসুস্থ হয়ে পড়লেন মিঠুন।
যুক্তরাষ্ট্রে মিঠুনের দেখভালের সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন তার ছেলে মহাক্ষয় চক্রবর্তী (মিমো)।
বাবার চিকিৎসার সব খবরাখবর তিনিই জানাবেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রুপালি পর্দায় অনুপস্থিত একসময় বলিউড দাপিয়ে বেড়ানো অভিনেতা মিঠুন চক্রবর্তী।
তাকে দেখা যাচ্ছিল না ছোট পর্দার কোনো অনুষ্ঠানেও। পিঠের ব্যথায় কাতর ৬৬ বছরের এই অভিনেতা রাজনীতির মাঠ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৯, ২০১৮)