চট্টগ্রাম প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর প্রাক্কালেই চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন দু’পক্ষের সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) ভোররাতে সদর পৌরসভার বড়ইতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আহমদ কবির। তবে তিনি কোন দলের তা জানা যায়নি।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল সাংবাদিকদের জানান, দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহমদ কবির নামের এক ব্যক্তি নিহত হন। লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম জেলায় ১ হাজার ৩০২টি ভোটকেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আসনের তালিকায় আছে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন। এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী (নৌকা), বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম (আপেল)।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ৩০, ২০১৮)