চট্টগ্রাম ও রাঙ্গামাটি প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী ও রাঙ্গামাটির কাউখালীতে আ.লীগ-বিএনপির দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার (৩০ ডিসেম্বর) ভোররাতে বাঁশখালী সদর পৌরসভার বড়ইতলীতে এবং সকাল ৭টার দিকে কাউখালী উপজেলার ঘাঘরা ইউনিয়নে এ পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।

বাঁশখালী সদর পৌরসভার বড়ইতলী এলাকায় সংঘর্ষে নিহত ব্যক্তির নাম আহমদ কবির। তিনিজাতীয় পার্টির কর্মী বলে খবর পাওয়া গেছে।আর কাউখালীতে সংঘর্ষে নিহত হয়েছেন ঘাঘরা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক বসির। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল সাংবাদিকদের জানান, দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহমদ কবির নামের এক ব্যক্তি নিহত হন। লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ৩০, ২০১৮)