বিকেল ৪টা পর্যন্ত বিএনপি দেখবে, এরপর সিদ্ধান্ত: ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি: ভোট বর্জনের দলীয় সিদ্ধান্ত এখনও হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য বিকেল ৪টা পর্যন্ত বিএনপি দেখবে, তারপর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।
রবিবার দুপুর ১টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন ফখরুল।
তিনি বলেন, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্র দখল করেছে। এভাবে সরকার ব্লুপ্রিন্ট তৈরি করে জাতিকে দীর্ঘদিনের জন্য সমস্যায় ফেললো। সেনাবাহিনীকে স্ট্যাচুর মতো রাখার ফলে নির্বাচনের ওপর জনগণের আস্থা থাকবে না। এটা জাতির জন্য বড় ক্ষতি।
ফখরুল বলেন, সরকার সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের নামে তামাসা করছে। যেটা এরই মধ্যে প্রমাণিত।
(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ৩০, ২০১৮)