সালমা ইসলামের ভোট বর্জন
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম।
ভোট জালিয়াতির অভিযোগে রবিবার দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলার কামারখোলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন সালমা ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, পরিচালক (অর্থ) আবদুল ওয়াদুদ প্রমুখ।
উল্লেখ্য, ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যবসায়ী সালমান এফ রহমান।
(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ৩০, ২০১৮)