২৯৮ আসনের ফল ঘোষণা ইসির
দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টির ফল ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩১ ডিসেম্বর) ভোর চারটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্ত্বরে নির্বাচনী তথ্য সরবরাহ কেন্দ্রে বেসরকারি এই ফল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
২৯৮ টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) ২৫৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্টতা পেয়েছে।দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জাতীয় পার্টি (লাঙ্গল) ২০টি।মহাজোট জোটগতভাবে পেয়েছে ২৮৮টি আসন।
বিএনপি (ধানের শীষ) ৬টি ও গণফোরাম একজন ও জাতীয় ঐক্য প্রক্রিয়া ১টি আসনে জয়ী হয়েছে।বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট জোটগতভাবে পেয়েছে ৮টি আসন।
এছাড়া মহাজোটের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, তরিকত ফেডারেশন ১, জাতীয় পার্টি (জেপি) ১ এবং স্বতন্ত্র প্রার্থী ২টি আসনে জয়ী হয়েছে।
মহাজোটের শরিকরা ২৯টি আসন পেলেও ২০ দলের শরিক দলগুলো একটি আসনেও জয়ী হতে পারেনি।
১০টি ছাড়া বাকিগুলো সব আসনে মহাজোট প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
প্রার্থীর মৃত্যুজনিত কারণে একটি আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়েছিল। ওই আসনে আগামী ২৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার একটি আসনের তিন কেন্দ্রের ভোট স্থগিত থাকায় ২৯৮টি আসনের ফল ঘোষণা করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ৩১, ২০১৮)