দ্য রিপোর্ট প্রতিবেদক: ইংরেজি নতুন বছরের আগের রাত্রিতে অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

সোমবার বিকেলে ডিএমপি কমিশনার তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইটের কোনও অনুষ্ঠান করা যাবে না। তবে চার দেয়ালের মাঝে করতে আপত্তি নেই। সেক্ষেত্রে পুলিশকে আগে জানাতে হবে।

মো. আছাদুজ্জামান মিয়া বলেন, পাঁচ তারকা হোটেলের ভেতরে অনুষ্ঠান করা যাবে। তবে বাইরে কোনও প্রোগ্রাম, ডিজে পার্টি, ছাদের ওপরে কোনও প্রোগ্রাম না করার জন্য অনুরোধ করা হয়েছে।

থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সুস্পষ্ট কোনও নিরাপত্তা হুমকি নেই বলেও জানান ডিএমপি কমিশনার।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ৩১, ২০১৮)