নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
নাটোর প্রতিনিধি : নাটোরে লালপুরে গাছের সঙ্গে মোটসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লালপুরের ওয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের শাহ আলমের ছেলে জালাল উদ্দিন (২৬) ও লালপুর উপজেলার ধুপইল গ্রামের মাজরুল ইসলামের ছেলে শরিফ (২৪)।
লালপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জুয়েল জানান, ওই তিন যুবক মোটরসাইকেলে করে ওয়ালিয়া বাজার থেকে ধুপইল গ্রামে যাচ্ছিলেন। তারা ওয়ালিয়া এলাকার শিমুলতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খেঁজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জালাল ও শরিফ নিহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী হাফিজুর আহত হন। তাকে লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০১, ২০১৯)