দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বের প্রভাবশালী নারী বা ওম্যান অব দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমি।

ইসরাইলের নিপীড়নের বিরুদ্ধে অসীম সাহসিকতার জন্য দ্য মুসলিম ৫০০-এর ১০ম বার্ষিক সংস্করণে তাকে এ সম্মাননা দেয়া হয়েছে। ইসরাইলি দুই সেনার গালে চড় মেরে ফিলিস্তিনে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন ১৭ বছর বয়সী এই কিশোরী।

ফিলিস্তিনের তরুণ প্রজন্মের বিদ্রোহের প্রতীক তিনি। তাদের অধিকার ও স্বাধীনতার ওপর ইসরাইলের হস্তক্ষেপের প্রতিবাদ জানানোর অপরাধে আট মাস জেল খেটেছে।

গত ডিসেম্বরে ইসরাইলি সেনারা বাড়ি থেকে তামিমির ভাইকে ধরে নিতে এলে সে তাদের বাধা দেয়। এক পর্যায়ে এক সেনাকে চড় মারে তামিমি। এ কারণে তাকে ইসরাইলের কারাগারে নেয়া হয়। মার্চে সামরিক আদালতে তার বিরুদ্ধে ঘোষিত হয় জরিমানাসহ আট মাসের কারাদণ্ড। সে হিসেবে ১৯ ডিসেম্বর থেকে কারাগারে থাকা তামিমির মুক্তি পাওয়ার কথা ছিল ১৯ আগস্ট।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০১, ২০১৯)