দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দরে রেলস্টেশন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) ভোরে বিমানবন্দর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ময়মনসিংহগামী একটি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়েন ওই নারী। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০১, ২০১৯)