বিএনপি প্রার্থীদের ঢাকায় ডেকেছেন ফখরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক: একাদশ সংসদ নির্বাচনে বিএনপির সকল প্রার্থীদের ঢাকায় ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
রুহুল কবির রিজভী বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চিঠিতে বলা হয়, ভোটে অনিয়ম-কারচুপির প্রমাণ, প্রতিটি কেন্দ্রের ‘অস্বাভাবিক’ ভোটের হিসাব, গ্রেফতার এজেন্ট ও নেতা-কর্মীদের তালিকা, সহিংসতায় আহত ও নিহতদের তালিকা করে একটি প্রতিবেদন দিতে হবে।
চিঠিতে ভোট কারচুপির কোনো ভিডিও-ছবি থাকলে সংযুক্ত করতেও অনুরোধ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০১, ২০১৯)