প্রার্থীদের নিয়ে বিএনপির জরুরি বৈঠক বৃহস্পতিবার
দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর ধানের শীষ প্রতীকের প্রার্থীদের জরুরি বৈঠকে ডেকেছে বিএনপি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার (১ জানুয়ারি) জানান, আগামী বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
নির্বাচনের আগে ও ভোটের দিনের চিত্র প্রার্থীদের কাছ থেকে জানা হবে। নির্বাচনের দিন কোনো অনিয়ম ও কারচুপির তথ্যপ্রমাণ থাকলে তা সংগ্রহ করা হবে।
এর আগে দলটির নয়াপল্টন কার্যালয় থেকে এক জরুরি বার্তায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ধানের শীষের প্রত্যেক প্রার্থীকে ভোটে অনিয়ম-কারচুপির প্রমাণ, প্রতিটি কেন্দ্রের অস্বাভাবিক ভোটের হিসাব, গ্রেপ্তার এজেন্ট ও নেতাকর্মীদের তালিকা, সহিংসতায় আহত ও নিহতদের তালিকাসহ আটটি বিষয়ে তথ্যসহ একটি প্রতিবেদনও দিতে বলা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০২, ২০১৯)