দ্য রিপোর্ট ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে নির্বাচন করেন শাহ সোলায়মান আলম ফকির। পরাজয়ের ধকল সামলাতে না পেরে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

রোববারের নির্বাচনে পরাজয়ের পর মঙ্গলবার (১ জানুয়ারি) বিএনপির এ প্রার্থী এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

শারীরিক অসুস্থতা ও পারিবারিক অসুবিধাকে রাজনীতি ছাড়ার কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

শাহ সোলায়মান আলম ফকির পরাজিত হন আওয়ামী লীগ প্রার্থী আশিকুর রহমানের কাছে। তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৪ হাজার ১৪৭ ভোট পান। আর বিজয়ী আশিক পান দুই লাখ ৪৪ হাজার ৭৫৮ ভোট।

শাহ সোলায়মান আলম ২০১৩ সালে বিএনপিতে যোগ দেন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০২, ২০১৯)