দীর্ঘ ছুটি শেষে খুলছে যবিপ্রবি
যবিপ্রবি প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শনিবার খুলছে। ১৭ দিন পর আবার প্রাণবন্ত হয়ে উঠছে ক্যাম্পাস। খোলার প্রথম দিন থেকেই ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীসহ সকল বর্ষের শিক্ষার্থীদেরও যথারীতি ক্লাস হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৪ জানুয়ারি সোমবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন (নবীন বরণ) অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টেশনের অনুষ্ঠানসূচি পরবর্তীতে সকলকে জানিয়ে দেওয়া হবে। এদিকে ছুটি শেষে শুক্রবার সকাল ১০টা থেকে শহীদ মসিয়ূর রহমান হল ও শেখ হাসিনা ছাত্রী হল খুলে দেওয়া হবে। হলে উঠার সময় শিক্ষার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ০৩,২০১৯)