নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে তার মেয়ে।

রোববার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রকিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতর হলেন- তানিয়া আকতার (৩৫) ও ছেলে মোমেন (১২)। তাদের বাড়ি নেত্রকোনা আটপাড়া এলাকায়।

নেত্রকোনো সদর থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, সকালে অটোরিকশায় মা তার দুই সন্তানকে নিয়ে নেত্রকোনা থেকে আটপাড়া এলাকায় নিজ বাসায় ফিরছিলেন। এসময় মদন থেকে ঢাকাগামী একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এসময় আহত হয় মেয়ে হাবিবা।

তিনি আরও জানান, আহত হাবিবার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৬, ২০১৯)