খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ির গবামারা এলাকায় এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকালে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে মানববন্ধন করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি)।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- সাংবাদিক চিংমে প্রু মারমা, বাসদ নেত্রী কৃষ্টি চাকমা, প্রগতিশীল মারমা ছাত্র সমাজের সভাপতি মংসাই মারমা, নিয়ং মারমা, বিএমএসসির সভাপতি চাইহ্লাউং মারমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি আনয়ন ত্রিপুরা ও পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জেসি চাকমা।

শুক্রবার খাগড়াছড়ি জেলার মানিকছড়ি বাটনাতলী এলাকায় পাইসানু মারমা (১৯) নামে এক আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার হয়। ইউপি চেয়ারম্যান মো. আবুল কালামের নেতৃত্বে তিন ধর্ষক মোটরসাইকেল চালক শহীদ (২৫), মাহবুব (২২) ও বেলালকে (২৪) আটক করে পুলিশে দেয়া হয়েছে।

মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী জানান, আটক তিন যুবক ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের প্রত্যেককে ৫ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এইচএম/এপি/শাহ/মার্চ ০৮, ২০১৪)