নোয়াখালী প্রতিনিধি : ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে মামলার নয় নম্বর আসামি ছালাউদ্দিনকে (৩৫) ফেনী জেলার সুলতানপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।

নোয়াখালীর জেলার পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে তাকে তার এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামীদের ধরতেও দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে।

নির্যাতনের শিকার নারীর অভিযোগ, তিনি গত রোববার (৩০ ডিসেম্বর) সকালে এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যান। এসময় কেন্দ্রে থাকা আওয়ামী লীগের কয়েকজন যুবক তাকে তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে বলেন। তিনি তাতে রাজি না হলে যুবকেরা তাকে দেখে নেয়ার হুমকি দেন। ওই দিন রাত ১২টার দিকে ছালা উদ্দিন, সোহেল, বেচু, মোশারফসহ ১০ থেকে ১২ জনের একদল যুবক ঘরে ঢুকে প্রথমে স্বামী-স্ত্রী দুজনকে মারধর করেন। পরে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে ওই নারীকে ঘরের বাইরে পুকুরপাড়ে এনে গণধর্ষণ করেন।

এই নারীর দাবি, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা সবাই একই এলাকার চর জুবলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রুহুল আমিনের লোক।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৬, ২০১৯)