দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচনের পর জরুরি বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

রোববার (৬ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর মতিঝিলে ড. কামালের চেম্বারে গুরুত্বপূর্ণ এ বৈঠক শুরু হয়।

বৈঠকে নির্বাচন-পরবর্তী ঐক্যফ্রন্টের কর্মসূচি, চলমান রাজনীতি নিয়ে আলোচনা হবে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ উপস্থিত রয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৬, ২০১৯)