দ্য রিপোর্ট প্রতিবেদক: নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। একইদিন সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নবনির্বাচিত মন্ত্রিসভা ৮ জানুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি ৩২ তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সকাল সাড়ে ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করবেন।

একাদশ সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে একঝাঁক নতুন মুখ নিয়ে নতুন সূচনা করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়াচ্ছে ৪৭ জনে। ২৪ জন মন্ত্রীর মধ্যে নয়জনই নতুন মুখ।

বিদায়ী সরকারে না থাকলেও আগে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন এমন তিনজনকে শেখ হাসিনা ফিরিয়ে এনেছেন পূর্ণ মন্ত্রী হিসেবে। গত সরকারের দুজন প্রতিমন্ত্রীর এবার পদোন্নতি হয়েছে।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ১৯ জনের মধ্যে তিনজন বাদে বাকি সবাই নতুন। আরও তিন নতুন মুখ এসেছে তিন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে।

সোমবার বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। রাষ্ট্রপতি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৬, ২০১৯)