আফগানিস্তানে সোনার খনিতে ভূমিধসে নিহত ৩০
দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের কোহিস্তান জেলার একটি সোনার খনিতে ভূমিধসে কমপক্ষে ৩০ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ শ্রমিক।
রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে প্রাদেশিক পুলিশের মুখপাত্র সানাউল্লাহ রোহানির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স। তিনি বলেন, হতাহতরা খনিটির ভেতরে কাজ করছিলেন।
দেশটির এই পাহাড়ি প্রদেশে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৬, ২০১৯)