ভেঙে পড়েছেন ব্রিটনি
দ্য রিপোর্ট প্রতিবেদক: গ্র্যামি পুরস্কারজয়ী ও মার্কিন সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স বিষন্মতায় ভুগছেন। একে তো সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের বিচ্ছেদ, অন্যদিকে বাবার অসুস্থতার খবরে রীতিমত ভেঙে পড়েছেন ৩৭ বছর বয়সী এই সংগীতশিল্পী।
ডেকান ক্রনিকেল জানায়, ব্রিটনির বাবা আবারও অসুস্থ হয়ে পড়েছেন। বাবার সুস্থতা কামনায় ভক্তদের কাছে দোয়া কামনা করেন তিনি।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাবার অসুস্থতার কথা গণমাধ্যমে তুলে ধরেন ব্রিটনি স্পিয়ার্স।
দুই মাস আগেই ব্রিটনির বাবা জেমস স্পিয়ার্স অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং জটিল অপারেশন করানো হয়।সুস্থ হওয়ার আগ অবধি তার বাবাকে ২৮ দিন হাসপাতালে রাখা হয়।
কিন্তু আবারও ব্রিটনির বাবার অসুস্থ হয়ে পড়ায় এই মুহূর্তে কঠিণ পরিস্থিতির মধ্যে পড়েছেন তিনি।পরিবারের এই অন্তিম মুহূর্তে পাশে দাঁড়ানোর এখনই সময়, ঠিক যেমন তারা আমার বেড়ে উঠার সময় সবসময় পাশে ছিলেন। যোগ করেন তিনি।
গ্র্যামি পুরস্কারজয়ী ব্রিটনি স্পিয়ার্সের সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের ২০০৪ সালে তাদের বিয়ে হয়। বিচ্ছেদ হয়ে যায় ২০০৭ সালে। মার্কিন ডিজে ও র্যাপার কেভিনের সংসারে ব্রিটনির দুই ছেলে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৭, ২০১৯)