টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
বাংলাদেশের ৬৯তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে মার্শাল আইয়ুবের। দুই বছরের বেশি সময় পরে টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। পরীক্ষার জন্য জিম্বাবুয়ে সফরে না যাওয়া উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয়ও দলে ফিরেছেন।
টেস্ট দলে ফেরার জন্য সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অপেক্ষা আরো বাড়ছে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে বাদ পড়েন তিনি। জায়গা হয়নি অলরাউন্ডার নাঈম ইসলাম ও পেসার আল-আমিনের।
নিউজিল্যান্ড দলে অভিষেক হয়েছে লেগ স্পিনার ইস সোধি ও অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মার্শাল আইয়ুব, নাসির হোসেন, রুবেল হোসেন, মমিনুল হক, রবিউল ইসলাম, সোহাগ গাজী ও আবদুর রাজ্জাক।
নিউজিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, পিটার ফুলটন, ব্রুস মার্টিন, হ্যামিশ রাদারফোর্ড, ইশ সোদি, রস টেইলর,বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।
(টিরিপোর্ট২৪/ওএস/জেএম/অক্টোবর ০৯, ২০১৩)