দিরিপোর্ট ২৪ প্রতিবেদক : সরকার পতনের সাইরেন বেজে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। একই সঙ্গে সরকার বেআইনিভাবে শুধুমাত্র গোপন এজেন্ডা বাস্তবায়নে বিরোধী দলের নেতাকর্মীরদের গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন তিনি।

শনিবার দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমরা আন্দোলনে আছি, আমাদের আন্দোলন ন্যায়সংগত। তিনি বলেন, প্রতিটি গ্রেফতার এক এক জনকে সরব করে তুলেছে। যা এই স্বৈরাচারী সরকার বুঝে উঠতে পারছে না। তারা মনে করে নেতাকর্মীদের গ্রেফতার করলেই আন্দোলন দমানো যায়। কিন্তু আমাদের কর্মসূচি অবলীলায় পালিত হচ্ছে।

তিনি নিজের জীবনাশঙ্কা করে বলেন, আমি ব্যক্তিগতভাবে আমার জীবন ও নিরাপত্তা নিয়ে সন্দিহান। তাই নিজের জীবন ও দলীয় নেতাকর্মীদের নিরাপত্তার জন্য গণমাধ্যমকর্মী, আইনজীবী, মানবাধিকার সংস্থার সহযোগিতা কামনা করছি।

এসময় আটককৃত নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পূর্বঘোষিত ৭২ ঘণ্টার হরতালকে ১২ ঘণ্টা বাড়িয়ে ৮৪ ঘণ্টা পালনের আহ্বান জানান তিনি।

প্রশাসন বিএনপি কার্যালয়ে অফিস পিয়ন ও সহকারীদেরকে প্রবেশে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এপি/জেএম/নভেম্বর ০৯, ২০১৩)