বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা
![](https://bangla.thereport24.com/article_images/2019/01/08/image-130959-1546923965-1.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
শনিবার সোমবার টানা তৃতীয়বার ও বাংলাদেশের ইতিহাসে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।
ধানমণ্ডির ৩২ নম্বর থেকে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বেলা ১১টায় সেখানে মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সবাই।
এরপর স্মৃতিসৌধে থাকা স্মারক বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৮, ২০১৯)