এ সরকার হাস্যকর ছাড়া কিছু নয়: ফখরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক: নতুন এ সরকার হাস্যকর ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘যে নির্বাচনের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, যে নির্বাচনের ফলাফল আমরা প্রত্যাখ্যান করেছি। জনগণ পুরোপুরিভাবে এটাকে বর্জন করেছে বলা যেতে পারে। জনগণ এই নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেয়নি। সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোনো পার্লামেন্ট গঠন বা সরকার গঠন- এটা নিয়ে মন্তব্য করার তো হাস্যকর ছাড়া কিছু না।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, পার্লামেন্ট গঠন প্রত্যাখ্যান করেছি, এবং সরকার গঠন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা বিশ্বাস করি, এই সরকারের কোনো অধিকার নেই যে বাংলাদেশের ১৬ কোটি মানুষের ওপর তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার। জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত করে নাই।’
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের সঙ্গে সম্পর্ক নাই কিন্তু সরকার আছে। সরকার তো থাকেই, একটা কিছু না কিছু থাকতে হবে। তার সঙ্গে এটাকে মিলিয়ে লাভ নাই। তারা গোটা বাঙালি জাতির সঙ্গে আজকে প্রতারণা করল। আপনাদের মনের মধ্যে আবেগ আসে না যে, আমরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, যে চেতনার ভিত্তিতে সেই চেতনাকে আমি ধূলিসাৎ করে দিয়ে কিছু লোকের দখলদারিত্বের জন্য আপনি সরকার গঠন করেছেন দেশ পরিচালনার জন্য। আবার সেটাকে রেফারেন্স টানবেন।’
বিএনপি এখন কী করবে এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘বিএনপি এখন যা করার তা-ই করবে। জনগণের দল, গণতান্ত্রিক আন্দোলন করবে, গণতান্ত্রিক সংগ্রাম করবে জনগণের সরকারের জন্য।’
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৮, ২০১৯)