মাদারীপুরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি: জেলার কালকিনি উপজেলায় পুকুরের পানিতে ডুবে শিশু দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চর ঝাউতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো কালকিনি পৌর এলাকার চরঝাউতলা গ্রামের কামাল বেপারীর মেয়ে কানিজ (৩) ও সাদিপুর গ্রামের কাইমুদ্দিন সরদারের ছেলে রুশান-(৪)। তারা দুজনে সম্পর্কে আপন মামাতো ও ফুপাতো ভাইবোন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কানিজ ও রুশান পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলতে যায়। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এতে দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন বলেন, ‘আমরা খবর পেয়েছি। দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।’
(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৮, ২০১৯)