বরগুনায় বাবাকে মারধর, প্রতিবাদ করায় ছেলেকে খুন
বরগুনা প্রতিনিধি : বরগুনায় বাবাকে মারধরের প্রতিবাদ করায় তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় প্রতিপক্ষ।
মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম শামীম ইমতিয়াজ বাদশাহ। তিনি বুড়িরচর ইউনিয়নের সোহরাব মৃধার ছেলে বলে জানা গেছে।
নিহত বাদশাহ স্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।
অভিযুক্তরা হলেন - একই এলাকার আল-আমিন গাজী, জাকারিয়া, মহসিন সর্দার ও তার দুই ছেলে রাকিব এবং সাবু।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদশাহর বাবা সোহরাব মৃধাকে স্থানীয় প্রতিপক্ষ আল-আমিন গাজী, জাকারিয়া, মহসিন সর্দার ও তার দুই ছেলে রাকিব এবং সাবু মারধর করে। এ ঘটনা শুনে বাদশা তার বাবাকে মারধরের প্রতিবাদ করলে তাকেও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা বাদশাহকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দলীয় কর্মীর মৃত্যুর খবর শুনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবীর, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথসহ অন্যান্য নেতাকর্মীরা বরগুনা জেনারেল হাসপাতালে ছুটে আসেন।
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তাদের গ্রেফতারের জন্য পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৯, ২০১৯)