রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার সকালে নগরীর উপকণ্ঠ বেলপুকুরের পোল্লাপুকুর ও পুঠিয়ার বানেশ্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহী নগরীর চক-কাপাশিয়া এলাকার মৃত আজিমুদ্দীনের ছেলে পান ব্যবসায়ী ওমর আলী (৩৭) এবং জেলার চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের ওমেদ আলীর ছেলে কুতুব আলী (৩০)।
নগরীর বেলপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সকাল ৭টার দিকে নিজ বাড়ি থেকে মোটারসাইকেল যোগে জেলার দুর্গাপুর উপজেলায় যাচ্ছিলেন পান ব্যবসায়ী ওমর আলী। পথে নগরীর উপকণ্ঠ বেলপুকুরের পোল্লাপুকুর এলাকায় বিপরীতগামী একটি ট্র্যাক্টর তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওমর আলী। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৯, ২০১৯)