অ্যালবিয়নকে ৯-০ গোলে হারিয়েছে ম্যানসিটি
দ্য রিপোর্ট ডেস্ক : ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে তৃতীয় সারির দল বারটন অ্যালবিয়নকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। যেখানে একাই ৪ গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। লিগ কাপের সেমিফাইনালের ইতিহাসে এর আগে কোনো দল এতগুলো গোল দিতে পারেনি।
এ জয়ের ফলে ফাইনালে এক কথায় দুই পা-ই দিয়ে রাখলো পেপ গার্দিওলার শিষ্যরা।
ইতিহাদ স্টেডিয়ামে ঐতিহ্যবাহী এই লিগ ম্যাচে বারটনকে আতিথিয়েতা জানায় সিটি। তবে অতিথিদের যেন চরম অপমানই করলো স্বাগতিকরা। একের পর এক গোলা তাদের জালের দিকে ছুঁড়তে থাকে।
গোলের শুরুটা করেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। মাত্র ৫ মিনিটেই তিনি দলকে লিড এনে দেন। তবে চার মিনিটের ব্যবধানে ৩০, ৩৪ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন ব্রাজিল তারকা জেসুস। তিন মিনিট পর ওলেকসান্দ্রে জিনচেঙ্কো গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সিটিজেনরা।
দ্বিতীয়ার্ধে আরও তেতে ওঠে ম্যানচেস্টার সিটি। ৫৭ মিনিটে ফের গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন জেসুস। ৬২ মিনিটে ফিলিপ ফোডেন ষষ্ঠ গোলটি করেন। আর তিন মিনিট পরে এক হালি গোলের কীর্তি গড়েন জেসুস।
৭০ মিনিটে কাইল ওয়াকার একটি গোল করেন। যেখানে ৮৩ মিনিটে বারটনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রিয়াদ মাহারেজ।
আগামী ২৩ জানুয়ারি বারটনের মাঠে দ্বিতীয় লেগ খেলতে যাবে সিটি।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১০, ২০১৯)