সাতক্ষীরায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আবদুস সবুর মোল্লা (৫২) নামে এক স্বামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আবদুস সবুর মোল্লা কলারোয়া উপজেলার কুমারনাল গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৪ আগস্ট কলহের জের ধরে আবদুস সবুর গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রী রোমেছা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন। ওই সময়ই স্থানীয়রা স্বামীকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় রোমেছার ভাই জালালউদ্দিন বাদী হয়ে কলারোয়া থানায় মামলা করেন।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১০, ২০১৯)