মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া থেকে সব ইরানি সেনা তাড়াতে চান
দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়া থেকে সব ইরানি সেনা তাড়ানোর অঙ্গীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
বৃহস্পতিবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পিছু ধাওয়া করে সিরিয়া থেকে ‘প্রতিটি ইরানি সেনাকে’ হটিয়ে দেবে। একটি সেনাও আর অবশিষ্ট থাকবে না।
মিশরের রাজধানী কায়রো সফরকালে পম্পেও একথাগুলো বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার তিন সপ্তাহ পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নয় দিনের সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় তিনি বলেন, সিরিয়ায় ইরান এবং তাদের প্রক্সিদাতারা বিতাড়িত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে যুক্তরাষ্ট্র পুনর্গঠনের জন্য কোনো সাহায্য দেবে না।
(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ১১,২০১৯)