সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা
দ্য রিপোর্ট ডেস্ক : দীর্ঘ চার বছর পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। জোটের এক মুখপাত্র শুক্রবার এ তথ্য জানিয়েছে।
এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার এক মাসেরও কম সময়ের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হল। তবে কবে নাগাদ প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। খবর বিবিসির।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মাইক পম্পেও হুশিয়ারি দিয়ে বলেছেন, সব সেনা প্রত্যাহারের আগে সিরিয়া থেকে সব ইরানি সেনা তাড়ানো হবে।
বৃহস্পতিবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা পিছু ধাওয়া করে সিরিয়া থেকে ‘প্রতিটি ইরানি সেনাকে’ হটিয়ে দেবে। একটি সেনাও আর অবশিষ্ট থাকবে না।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১২, ২০১৯)