কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ।
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শনিবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, ঘন কুয়াশায় পদ্মার দিক নির্দেশনা বাতিগুলো সঠিকভাবে দেখা যচ্ছিল না। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে মাঝ পদ্মায় কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান ওই ঘাট কতৃপক্ষ।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১২, ২০১৯)