ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি বন্ধ
মানিকগঞ্জ প্রতিনিধি ; ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
শনিবার (১২ জানুয়ারি) সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, ভোর থেকে নৌরুট এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে সকাল ৭টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। যে কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১২, ২০১৯)