গোপালগঞ্জে নসিমনে পিকআপের ধাক্কা, নিহত ১
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের ঠিকদারের কর্মী কামরুল ইসলাম (২৫) নিহত হয়েছেন।
রোববার (১৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার কংশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রবিবার সকালে নসিমনে করে ঠিকাদারের মালামাল নিয়ে কামরুল সাইটে যাচ্ছিলেন। এসময় একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে নসিমন থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৩, ২০১৯)