দ্য রিপোর্ট প্রতিবেদক : পোশাক শ্রমিকরা সোমবার (১৩ জানুয়ারি) থেকে কাজে না ফিরলে মজুরি তো দেয়া হবেই না বরং ওইসব কারখানা অনির্দিষ্টকাল কালের জন্য বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজিএমইএ।

রোববার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান।

শ্রমিকদের উদ্দেশে বিজিএমইএ সভাপতি বলেন, ‘আপনারা কর্মস্থলে ফিরে যান, উৎপাদন কাজে অংশগ্রহণ করুন। আর যদি আগামীকাল থেকে কাজ না করেন, তাহলে আপনাদেরকে কোনো মজুরি প্রদান করা হবে না এবং ওই কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে।’

সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সংসদ সদস্য সালাম মুর্শেদি, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামসহ বিজিএমইএ’র নেতারা উপস্থির ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৩, ২০১৯)