‘এ’ ক্যাটাগরিতে ভিএফএস
দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ভিএফএস থ্রেড ডাইংয়ের ক্যাটাগরি পরিবর্তন সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে ভিএফএস থ্রেড ডাইং শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ লভ্যাংশ দেয়ায় ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে।
আগামী ১৪ জানুয়ারি থেকে কোম্পানিটির কার্যক্রম ‘এ’ ক্যাটাগরিতে শুরু হবে।
এর আগে গত ২৭ ডিসেম্বর কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) এবং নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
ক্যাটাগরি পরিবর্তনের পর প্রথম থেকে ৩০ কার্যদিবস পর্যন্ত কোম্পানিটিতে বিনিয়োগকরার জন্য স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকার্সকে ঋণ সুবিধা বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৩, ২০১৯)